নাটোর প্রতিনিধি
করোনাভাইরাস সংক্রমণ রোধে নাটোরেও বন্ধ হতে শুরু করেছে ব্যবসা প্রতিষ্ঠানসহ হোটেল-রেস্তোরাঁ।
এতে কর্মহীন হয়ে পড়ছেন নিু আয়ের দিনমজুর ও শ্রমিকরা। অসহায় এসব মানুষকে ১০ দিনের বিস্তারিতপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়েছেন সৌদি প্রবাসী জহুরুল ইসলাম এর উদ্যোগে শনিবার সকালে
নাটোরের নলডাঙ্গা উপজেলার বামনগ্রামে শতাধিক হতদরিদ্র খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।পরিস্থিতি বিবেচনায় সৌদি প্রবাসী জহুরুল ইসলাম অভাবী মানুষদের পাশে
দাঁড়ানোকে মানবতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছে সচেতনরা।
জানা যায়, শনিবার সকাল থেকে নাটোরের নলডাঙ্গা উপজেলার বামনগ্রামে শতাধিক পরিবারের মাঝে
বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি মসুরের ডাল, একটি কাপড় কাচা সাবান, একটি ডেটল সাবান, একটি সায়েন্টিফিক মাস্ক,
একটি হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট। যা নাটোরের বিভিন্ন এলাকার রিকশাচালক, ভ্যানচালক, চায়ের দোকানদারসহ হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।