যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাধুনী জিয়াউর রহমানের উপর সন্ত্রাসী হামলা ৷ পুলিশ সন্ত্রাসী রিকনকে আটক করেছে ৷
সহ কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক ।
শুক্রবার(২৭শে মার্চ) সকাল ১১ টার সময় বাবুচি রান্না করার সময় রান্না ঘরের মধ্যে এ ঘটনা ঘটে।
আহত বাবুর্চি জিয়া বলেন, রান্নার সামগ্রী কম দেয়ার প্রতিবাদ করায় ঠিকাদার মশিয়ারের সন্ত্রাসী পুত্র রিকন তার উপর এ হামলা চালায় ৷
শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডাক্তার শুভঙ্কর মন্ডল বলেন, বাবুর্চি জিয়াউর রহমান রোগীদের রান্নার কাজ করেন ৷ প্রতিদিনের মত আজও রান্না করার সময় বহিরাগত সন্ত্রাসী রিকন রান্না ঘরে ঢুকে তাকে মারধর করে। পরে থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে। আটকৃত সন্ত্রাসী দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মশিয়ারের ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) আল ফরিদ জানান, ডাক্তারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রিকনকে আটক করা হয়েছে ৷ তার বিরুদ্ধে শার্শা থানায় মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে ।