রাজশাহীর বাঘা উপজেলায় জ্বালানী তেলের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় তেলের ড্রাম বিস্ফোরণে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জনকে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার মনিগ্রাম বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিভেন্সের বাঘা উপজেলা স্টেশনের ইনচার্জ মোশারফ হোসেন বলেন,এমরান হোসেনের বাড়ির রাস্তার পাশের ঘর ভাড়া নিয়ে সেখানে জ্বালানী তেলের দোকন করেন মনির হোসেন। ওই দোকানে ডিজেল, কেরোসিন ও পেট্রোল ছিল। বেলা ১১টার দিকে দোকানে আগুন লাগে। খবর পেয়ে বাঘা ও চারঘাটের দুইটি ইউনিট গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ সময় তেলের ড্রাম বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা আগুন নেভানোর কাজ করছিলেন। এদের মধ্যে দুইজন দমকল কর্মী বলে জানান তিনি। তিনি বলেন, কিভাবে আগুনের সূত্রপাত ও কি পরিমান ক্ষতি হয়েছে তা তদন্ত করে বলা যাবে। তবে আগুনে ওই দোকানসহ পুরো বাড়িটিও পুড়ে গেছে বলে জানান দমকল বাহিনীর এই কর্মকর্তা। বাঘা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আক্তারুজ্জামান বলেন, তাদের হাসপাতালে প্রায় ৩০ জন চিকিৎসা নিতে আসে। এদের মধ্যে ১০ জনকে ভর্তি করা হয়। আর প্রাথমিক চিকিৎসা দিয়ে ১৭ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (সি নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা পর্যন্ত সেখানে উপস্থিত ছিলাম। অগ্নিকাÐে ঘটনায় নগদ সাড়ে ৬ লক্ষ টাকাসহ বাড়ী-দোকানের মালামাল পুড়ে ক্ষতি হয়েছে প্রায় অর্ধকোটি টাকা।