চাটমোহরে স্বাস্থ্য সহায়ক সামগ্রী সংকট

পাবনার চাটমোহরে স্বাস্থ্য সহায়ক সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে স্বাস্থ্য সচেতন মানুষ প্রথম দিকেই বিপুল পরিমান হেক্সিসল, হ্যান্ডওয়াশ, ডেটল,গ্লোভস, স্যাভলন কেনায় এবং প্রয়োজন অনুযায়ী কোম্পানী গুলো সরবরাহ করতে না পারায় এ সংকট দেখা দিয়েছে। এখনো যারা এসব সামগ্রী কিনেন নি তারা ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকানে গিয়ে এসব সামগ্রী না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছেন। পৌর সদরের বুশরা ফার্মেসীর ইয়াছিন আলী, কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি অধ্যাপক মেডিসিন কর্ণারের সত্ত¡াধিকারী মোঃ রফিকুল ইসলামসহ অনেক ওষুধ বিক্রেতা এসব সামগ্রীর সংকটের সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা প্রশাসন থেকে জন সচেতনতা বাড়াতে ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করলেও জন প্রতিনিধিরা অনেকটাই নিরব রয়েছেন।