করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে আগামী বুধবার (২৫ মার্চ) থেকে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-কক্সবাজার রুটের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বিমান কর্তৃপক্ষ এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করেছে।
সূত্র আরো জানায়, ওইদিন থেকে ঢাকা-সিলেটের ২টি ফ্লাইট বিজি ৬০১, ৬০২ এবং ২৯ মার্চের বিজি ৪০১, ৪০১ ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ২৬ মার্চ থেকে ঢাকা-যশোর, ঢাকা-রাজশাহী এবং ঢাকা-সৈয়দপুরের সব ফ্লাইট বন্ধ করা হচ্ছে। আর ২৭ মার্চ থেকে বন্ধ হচ্ছে ঢাকা-বরিশালের সব ফ্লাইট। এই নিষেধাচজ্ঞাও ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।