উল্লাপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তি মির্জা আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিনা মির্জা মুক্তিকে আটক করেছে র‍্যাব।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে সেলিনা মির্জাকে ঢাকায় তার মিরপুরের বাসা থেকে আটক করে পল্লবী থানা পুলিশে দেয় র‍্যাব।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম রোববার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সেলিনা মির্জা মুক্তি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও পলাশডাঙ্গা যুব শিবিরের পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার মেয়ে। ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি জয়লাভ করেন।

ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, সেলিনা মির্জা মুক্তিকে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে প্রেরণ করা হবে