বেড়ায় যমুনা নদীতে ডুবে শিশুর মৃত্যু

ওসমান গনি বেড়া (পাবনা)
পাবনার বেড়ায় যমুনা নদীতে ডুবে তাওরাত নামের ৪ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার নতুন পেচাকোলা গ্রামে।স্থানীয় লোকজন এবং নিহতের পরিবার সূত্রে জানা যায় , উক্ত গ্রামের নাসির উদ্দীন বাবু ঈদের ছুটি কাটিয়ে ঘটনার দিন সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। এরই মধ্যে দেখে ঘরের ভিতর তাঁর শিশু বাচ্চাটি নেই , সকলের অজান্তে বাড়ির পাশে যমুনা নদীর পানিতে পড়ে ডুবে যায়। লোকজন অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে নদীর পানিতে বাচ্চাটি ভাসতে দেখে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।