মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার সদর উপজেলার মধ্য বয়রা নামাপাড়া এলাকার সাজ্জাদ হোসেন (৩২) এর হত্যা মামলার আসামী মো. রাহাদ হোসেন (২৫)কে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৪এপ্রিল) রাতে রাহাদ হোসেনকে উপজেলার আতিকপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী একই এলাকার হাবেজ আলীর ছেলে।
র্যাব জানায়, গত বছরের ২১আগষ্ট বিকেলে পুর্ব শত্রুতার জেরে মধ্যবয়ড়া নামাপাড়া এলাকার মৃত পামমুল হকের ছেলে সাজ্জাদ হোসেনের বাড়ীতে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমন চালায় রাহাদ হোসেন গংরা। এসময় সাজ্জাদ হোসেন তাদেরকে বাঁধা দিতে গেলে আসামীরা সাজ্জাদ হোসেনকে এলোপাথারী ভাবে কোপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে আহতের স্বজনরা সাজ্জাদ হোসেনকে উদ্ধার করে প্রথমে শেরপুর সদর হাসপাতালে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে সাজ্জাদ হোসেন মারা যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. নাছিমা আক্তার বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পরে আসামীরা আত্মগোপন চলে যায়।
এই প্রেক্ষিতে গোপনে সংবাদ পেয়ে র্যাব-১৪এর জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে আতিকপাড়া এলাকা থেকে
সাজ্জাদ হোসেন হত্যার আসামী মো. রাহাদ হোসেনকে গ্রেফতার করে।