নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় বিলুপ্ত প্রায় প্রাণী নীলগাই উদ্ধার করা হয়েছে । শনিবার উপজেলার শেখ পাড়া এলাকায় প্রাণীটিকে আটক করা হয়। প্রাণীটি নীলগাই বলে নিশ্চিত করেছেন প্রাণী সম্পদ বিভাগ।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে উপজেলার দয়ারামপুরের বিভিন্ন এলাকায় প্রাণীটিকে ছোটাছুটি করতে দেখে গ্রামের যুবকরা ধাওয়া করে। পরে শেখ পাড়া থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয় । তারা আরও জানান, প্রথমে ভিন্ন জাতের গরু ভেবেছিলেন। এ কারনে বেশ কয়েকজন যুবক ধাওয়া দিয়ে কয়েক ঘন্টার চেষ্টায় প্রাণীটি ধরে ফেলেন। এ বিষয়ে বাগাতিপাড়া থানার এসআই দুলাল জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে জনতার হাত থেকে উদ্ধার করা হয় ।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা জানান, প্রাণীটিকে উদ্ধার করে প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার জানান, এটি প্রায় বিলুপ্ত নীলগাই। সম্ভবত দলছুট হয়ে এ অঞ্চলে প্রাণীটি চলে এসেছে। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, দেশের সীমান্তবর্তী এলাকায় একসময় অবাধ বিচরণ ছিল নীলগাইয়ের। বন্য প্রাণী শিকারী ও অসচেতনতায় দিনদিন এই প্রাণীটি বিলুপ্তি ঘটেছে। এই অঞ্চলে এই প্রথম নীলগাই উদ্ধারের ঘটনা। বিরল এই প্রাণীটিকে সংরক্ষণে সকলের সহযোগিতা দরকার।
এব্যাপারে রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ দপ্তরের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, উদ্ধার হওয়া নীলগাইটিকে উর্দ্ধতনদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
