সাঁথিয়া প্রতিনিধিঃ
সারা দেশে করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক উৎকণ্ঠায় হলে জনসাধারন আতঙ্কিত না হতে
জনসচেতনামূলক লিফলেট বিতরন করছেন পাবনার সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস.এম
জামাল আহমেদ। তিনি বুধবার দুপুরে উপজেলার আতাইকুলা উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে এ
সচেতনামূলক লিফলেট বিতরন করেন।
নির্বাহী অফিসার বলেন, করোনা ভাইরাস একটি রোগ এ নিয়ে আতঙ্ক হওয়ার কারণ নাই। জনগন
সচেতন হলে উহা প্রতিরোধ করা সম্ভব। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে, স্পর্শ করলে, পশু
পাখি বা গবাদি পশুর মাধ্যমে হতে পারে। প্রতিরোধের উপায় সম্পর্কে বলেন সাবান দিয়ে হাত
ধোয়া, হাত না ধুয়ে চোখ, মুখ, নাক স্পর্শ না করা, হাচির সময় মুখে রুমাল দেয়া, অসুস্থ্য পশু-
পাখির সংস্পর্শে না আসা, মাছ-মাংস ভালভাবে রান্না করে খাওয়াসহ সচেতনামূলক আলোচনা
করেন। আর. আতাইকুলা ইউপি চেয়ারম্যান আলহাজ মিরাজুল ইসলামের ব্যবস্থাপনায় এসময় আরো
উপস্থিত ছিলেন আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ আঃ সোবহান, দৈনিক
আমাদের সময় প্রতিনিধি আবু ইসহাক, আর টিভি’র সাংবাদিক নজরুল ইসলাম বাধন,
আ”লীগ নেতা সাব্বির হোসেন, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেনসহ গন্যমান্য ব্যক্তি।