গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ক্রীড়া সমিতির আয়োজনে বুধবার (৫ ফেব্রুয়ারী) দিনব্যাপী গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এর আগে ইউএনও’র আহ্বানে উপস্থিত শিক্ষার্থীরা বাল্যবিয়ে ও মাদকসেবন থেকে বিরত থাকার শপথ করেন। প্রতিযোগিতার মাধ্যমে জুলাই বিপ্লবে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষার্থীরা।
এসময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, একাডেমিক সুপারভাইজার বজলুর রহমান, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সহ সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাকরা উপস্থিত ছিলেন। বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মাঝে পুুরস্কার বিতরণ করা হয়।#
