হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
ঘোষিত আদেশ অনুযায়ী পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা নয় দিনের ছুটি ঘোষণা করা হলেও জরুরি চিকিৎসা সেবায় নিয়োজিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মীরা অব্যাহত রেখেছেন সেবাদান কার্যক্রম।
গাইবান্ধার সুন্দরগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মীরা ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন। অত্র উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তার তথ্য মতে, এই ছুটির মধ্যেই সোনারায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে ৫ টি, তারাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, বামনডাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও কাপাসিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে ২ টি করে মোট ১১ টি স্বাভাবিক ডেলিভারি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এছাড়াও এএনসি সেবা ১৩ জনকে, পিএনসি সেবা ১৭ জনকে এবং পরিবার পরিকল্পনা সেবা (অস্থায়ী) খাবার বড়ি ২৯২ সাইকেল, কনডম ৯৫২ পিস, ইনজেকট্যাবল ২৬৯ ডোজ প্রদান করেছেন অত্র উপজেলার ১৫টি ইউনিয়নে কর্মরত পরিবার কল্যাণ কর্মীরা। সরকারের নির্দেশনা মতে হোম ডেলিভারি বন্ধে এবং শতভাগ প্রাতিষ্ঠানিক ডেলিভারি সম্পূর্ণ করার লক্ষ্যে পবিত্র ঈদুল ফিতরের ছুটির সময়েও নিরলস কাজ করে যাচ্ছে পরিবার পরিকল্পনার কর্মীরা।
সুন্দরগঞ্জ পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে, নির্বাহী আদেশে সারাদেশের বিভিন্ন বিভাগের কর্মীগণ ছুটি ভোগ করলেও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা নিরলসভাবে মানবসেবা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে পরিবার কল্যাণ কর্মীরা বলেন, “সেবার চেয়ে বড় ধর্ম আর কিছু নেই। চাকরি জীবনে কর্তব্যকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত। জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে থাকার চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না।”