লালমনিরহাট প্রতিনিধি। সংবাদ প্রকাশ হওয়ায় বাতিল হলো লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়ের বারোঘড়িয়া দাখিল মাদ্রাসার গোপন ম্যানেজিং কমিটির নির্বাচন। আগামী ৭ দিনের মধ্যে মধ্যে পুণঃ নির্বাচনের নির্দেশ দিয়েছেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার। গত ৩ ফেব্রয়ারী দৈনিক আমোদের কন্ঠ ও দৈনিক মানববার্তা পত্রিকায় সংবাদ প্রকাশ হলে পরদিন মঙ্গলবার ৪ ফেব্রয়ারী সকাল ১১টায় এরই প্রেক্ষিতে নির্বাহী অফিসারের অফিস কক্ষে দুই পক্ষকে উপস্থিত নিয়ে সাক্ষ্যপ্রমানে গোপন নির্বাচনের প্রমাণিত পাওয়ায় তিনি ওই নির্বাচন বাতিল ঘোষনা করে ৭ দিনের পুণঃনির্বাচনের ঘোসনা প্রিজাইডিং অফিসারকে নির্দেশ দেন। উল্লেখ্য, গত ৩০ জানুয়ারী নির্বাচনের প্রস্তুতি থাকলেও মাদ্রার ভারপ্রাপ্ত সুপার আহম্মদ হোসেন ও সভাপতি আবু বকর সিদ্দিক গোপনে প্রিজাইডিং অফিসার নতুন কর্মচারী বিধায় ভুলভাল বুঝিয়ে গোপনে ম্যানেজিং কমিটি করেন। পরে কাগজপত্র নির্বাহী অফিসার কার্যালয়ে জমা দেন। রোববার ২ ফেব্রয়ারী অভিযোগ তুলে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করেছে অভিভাবক ও স্থানীয়রা। ওই অভিযোগে মাদ্রাসার সভাপতি আবু বকর সিদ্দিক, ভারপ্রাপ্ত সুপার আহাম্মদ আলী ও কমিটির নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও জনস্বাস্থ্য প্রকৌশলী গোলাম মোস্তফার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন মোকলেছুর রহমান খান,একরামুল হক,ফিরোজ হোসেনসহ ১৪ জন অভিভাবক ও স্থানীয় অনেকে।