সুন্দরগঞ্জে রাইস প্রকল্পের অবহিতকরণ সভা

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রেজিলিয়েন ইন্টারভেনশন ফর কমিউনিটি এমপাওয়ারমেন্ট (রাইস) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে, একশন এইড, ইউনাফ ও ইকো কো-অপারেনের অর্থায়নে গত সোমবার সন্ধ্যায় উপজেলা সম্মেলন কক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্ল্যাহ, নাফিউল ইসলাম জিমি, প্রকল্প ব্যবস্থাপক খন্দকার ফারজান আহমেদ, আবু নাইম, আরডিআরএস বাংলাদেশ উপজেলা কো-অর্ডিনেটর মাহবুবা গুলেসে গুপ্তা, টেকনিক্যাল অফিসার দিদারুল ইসলাম, প্রজেক্ট অফিসার ফয়জুল বাসার, ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর লিটন বর্মন, আব্দুর রহিম, রায়হান মিয়া, রাকিব মিয়া প্রমুখ। সভার শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক সমুহ তুলে ধরা হয়। এই প্রকল্পের মাধ্যমে উপজেলার তিনটি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ কমপক্ষে এক হাজার ২৮ জন অসহায় ও অতিদরিদ্র পরিবার এবং প্রতিবন্ধীকে এককালিন, কাজের বিনিময়ে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া কৃষি উপকরণ প্রদান করা হবে।