মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে সততা ও নৈতিকতার চর্চা বৃদ্ধি ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষে দুর্নীতি বিরোধী সংগীত, রচনা ও বির্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আর্থিক সহযোগিতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বির্তকের বিষয় ছিল ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’। উপজেলার বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যাপক উৎসহ উদ্দীপনার মধ্যে দিয়ে বির্তক অনুষ্ঠিত হয়। বির্তকে যষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। বির্তক অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন সহকারি শিক্ষক মুসলিম আলী, বিচারক সহকারি শিক্ষক আব্দুর রহিম, কবির হোসেন সরকার, সেলিনা পারভীন, সঞ্চালনায় হায়দার আলী, সার্বিক সহযোগিতায় রুমি সরকার, মাহফুজার রহমান, সুজন চন্দ্র সরকার, সহকারি প্রধান শিক্ষক সেকেন্দার আলী, প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ। দেশের ২৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।