গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কৃষিপণ্য ক্রয়, বিক্রয় ও সেবা সহজ লভ্য করণে স্থানীয় পর্যায়ের প্রাইভেট সেক্টর এক্টরদের মধ্যে ব্যবসাযীক সু-সম্পর্ক্য উন্নয়ন বিষয়ক কর্মমালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও ইকো কো-অপারেন এর বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সঙ্গ প্রকল্পের আয়োজনে মঙ্গলবার উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, আরডিআরএস বাংলাদেশ উপজেলা কো-অর্ডিনেটর মাহবুবা গুলেসে গুপ্তা, টেকনিক্যাল অফিসার দিদারুল ইসলাম, এ আর মালিক সীডস কোম্পানীর গাইবান্ধা জেলার মার্কেট ডেভোলপম্যান্ট অফিসার কৃষিবিদ কাইয়ুম প্রধান প্রমূখ। কর্মশালায় উপজেলার ৫টি ইউনিয়নের কৃষিপণ্য বিক্রেতা, আড়ৎদার, কৃষি উদ্যোক্তা, এফ বি এ, ব্যবসায়ী সমিতির প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভার শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক সমুহ তুলে ধরা হয়। সঙ্গ প্রকল্প গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার ৬টি উপজেলার ১৮টি ইউনিয়নের ১ লাখ ২৮ হাজার খানার মা ও শিশুর পুষ্টি উন্নয়ন নিয়ে কাজ করছে। এতে কিশোর-কিশোরী রয়েছে ৮০ হাজার, প্রাপ্ত বযস্ক নারী ৯৫ হাজার, প্রাপ্ত বযস্ক পুরুষ ৯০ হাজার, ৫ বছরের কম বয়সী শিশু ৫৩ হাজার ও ২ বছরের কম বয়সী শিশু ২৫ হাজার।