স্টাফ রিপোটারঃ
পাবনার সাঁথিয়া উপজেলার সুনামধন্য বোয়াইলমারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় অতিথিরা ক্রিড়া উদ্বোধন করেন। দিন ব্যাপী ছাত্রছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা হয়। বিকালে পুরস্কার বিতরন সভায় নন্দনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিমুদ্দিন খানের সভাপতিত্বে পুরস্কার বিতরন করেন সাইদুর রহমান ওসি সাঁথিয়া থানা, আঃ কাদের বিশ্বাস মাধ্যমিক শিক্ষা অফিসার, ইকবাল হোসেন(অবঃ) প্রধানশিক্ষক, আলী মোর্তুজা আমীর ইউপি জামায়াত ইসলামী, মাছিম, আঃ রাজ্জাক মন্ডলসহ স্থানীয় ইউপি সদস্যগন, শিক্ষক, সাংবাদিক,স্থানীয় সুধীবৃন্দ ও শিক্ষার্থীর অভিভাবকেরা।
