এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: রাতের আঁধারে দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়ানগড় গ্রামে এক কৃষকের ১২ শতক জমির ভুট্টার গাছ ভেঙে ও কেটে দিয়েছে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার আংগারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় শখের বাজার এলাকার কৃষক আব্দুল হালিমের ভুট্টা ক্ষেতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মাথায় হাত পড়েছে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা ওই কৃষক আব্দুল হালিমের।
কৃষক আব্দুল হালিম বলেন, শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে পার্শ্বের জমির কৃষক দেখতে পেয়ে খবর দেয়। পরে গিয়ে দেখি ১২ শতক জমির ভুট্টা গাছ ক্ষেতে পড়ে আছে। অনেক আশা নিয়ে ভু্ট্টা লাগাইছিলাম, গাছও ভালো ছিল। কিন্তু এমন পরিস্থিতি নিরুপায় আমি।
এবিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক মুঠোফোনে বলেন, এখন পর্যন্ত এবিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।