সখিপুরে নদীতে বসানো অবৈধ ড্রেজার আওয়ামীলীগ নেতার প্রচেষ্টায় বন্ধ

শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়নে নতুন বাজার সংলগ্ন নদীর ওপর নির্মানাধীন কাচিকাটা-চরভাগা-ঘরিষার সংযোগ সেতুর নিচ থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠে। স্থানীয় কিছু স্বার্থন্বেষী মহল ব্যক্তিগত জমি ভরাটের জন্য অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন শুরু করে। পরে বিষয়টি স্থানীয়দের জানতে পারলে তারা শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চরভাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার এবং সখিপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন সিকদারকে বিষয়টি জানায়। জানতে পেরে সাথে সাথেই স্থানীয় প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে ওই অবৈধ ড্রেজারটি বন্ধ করে  দেয়। এতে করে নির্মানাধীন সেতুটি রক্ষা পায় বলে জানা যায়। এতে স্থানীয়রা ব্যাপক সন্তোষ প্রকাশ করেছে।
এব্যাপারে সখিপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন সিকদার বলেন, গত ২৩ডিসেম্বর আমি ঢাকা থাকাকালীন সময়ে স্থানীয়রা নির্মাধীন সেতুর  নিচে অবৈধ ড্রেজার বসানোর বিষয়টি জানায়। জানার পরপরই আমি স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি জানালে তারা ড্রেজারটি বন্ধ করে দেয়।