পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং অর্গানাইজেশন ফর সোসাল এডভান্সমেন্ট এন্ড কালচারাল এক্টিভিটিস (ওসাকা) বাস্তবায়নাধীন ‘ক্ষুদ্র তৈরি পোশাক শিল্পের উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক’ ভ্যালু চেইন উন্নয়ন উপ-প্রকল্পের কর্মকান্ডের অংশ হিসাবে শনিবার পাবনা হোসিয়ারী ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের কার্যালয় হতে সার্ভিস প্রভাইডার ৮জন কাটিং মাস্টার ও ৮জন আয়রন ম্যান কে আধুনিক কাটিং মেশিন ও স্টিম আয়রন সহায়তা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে ভ্যালু চেইন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াজেদ বিশ্বাস পাবনা হোসিয়ারী ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সভাপিত মোঃ বারিক হোসেন জনি সহ এসোসিয়েশনের অন্যান্য নেতিৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাবনার ঐতিহ্যবাহী গার্মেন্টস শিল্পকে দেশের মূল ¯্রােতধারায় সম্পৃক্ত করতে পাবনার স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা ওসাকা পল্লী কর্ম-সহায়ক ফাউÐেশনের আর্থিক সহায়তায় নানামুখী কর্মকাÐ পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় পোশাকের ডিজাইনে বৈচিত্রতা আনায়ন, প্যাটার্ন কাটিং উন্নয়ন, আধুনিক কাটিং মেশিনের সাহায্যে কাটিং প্র্যাকটিস ও স্টিম আয়রন ব্যবহারে পণ্যের উন্নত ফিনিশিং এ ধরনের সহায়তা প্রদান করা হয়। আশা করা হচ্ছে এ ধরনের কর্মকান্ডর ফলে সেবা প্রদানকারীগণ দক্ষ হবেন এবং স্থানীয়ভাবে কাটিং সার্ভিসের উন্নয়ন ঘটবে ফলে তৈরি পণ্যের গুনগত মান পূর্বের চেয়ে উন্নয়ন হবে। প্রকল্প মেয়াদে কমপক্ষে ৩০% কারখানা আধুনিক প্রযুক্তি ব্যবহারের আওতায় আসবে।