মধ্যনগর তিনটি হাওর রক্ষা বাঁধ ঝুঁকি পূর্ণ পরেনি পানি উন্নয়ন বোর্ড প্রকল্পের আওতায়

সুনামগঞ্জের মধ্যনগর তিনটি হাওর রক্ষা বাঁধ পানি উন্নয়ন বোর্ডের আওতায় নেয়া হয়নি,এর মধ্যে শালদিঘা হাওরের বাঁধ,মুরিচাপুরি হাওরের বাঁধ ও চিন্নি বিল হাওরের বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ডের কতৃপক্ষ।জানা যায় গত বছর ২০১৮ ইং এপ্রিল মাসে পানি সম্পদ উপমন্ত্রী জাহিদ ফারুক ও সুনামগঞ্জ ১ এর সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন মধ্যনগর আওয়ামী লীগের কার্যালয়ে আগাম বন্যার কবল থেকে হাওর বাঁচতে স্হায়ী বাঁধ দির্ঘমিয়াদী নিরাপত্তার পরিকল্পনার মতবিনিময় সভার আয়োজিত অনুষ্ঠানে এলাকার সচেতন মহল ও নেতৃবৃন্দের উপস্থিতিতে এম পি রতন হাওর রক্ষা বাঁধ স্হায়ী পরিকল্পিত কার্য্যক্রম গ্রহনের আলোচনা করে এবং এ তিনটি হাওরের বাঁধ পানি উন্নয়ন বোর্ডের আওতায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন, এসময় মন্ত্রী জাহিদ ফারুক প্রস্তাব দ্রুত বাস্তবায়নের  আশ্বাস দেন। কিন্তু এক বছর পরে-ও বাস্তবায়ন হয়নি। এতে ঝুঁকি পূর্ণ তিনটি বাঁধ হুমকির মুখে পরে আছে,এগুলি হাওরের জমির মালিকেরা হতাশায় নিমজ্জিত হয়ে পরছে। এইসব জমির মালিকেরা দ্রুত বাঁধ নির্মাণের ব্যবস্হা নিতে,সরকার কতৃপক্ষের ও পানি উন্নয়ন বোর্ড কমিটির দৃষ্টি আকর্ষণ করছে।