বাংলাদেশের গণতন্ত্র এখন কারাগারে আটকে গেছে। এই গণতন্ত্রকে মুক্ত করতে আন্দোলনের বিকল্প নাই। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে জেলে বন্দি রাখা হয়েছে। সরকার নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থায় তাঁর মুক্তি সম্ভব নয়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে নাটোরের লালপুরে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন। সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের গৌরীপুরের বাসভবন চত্বরে থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ পাপ্পুর সঞ্চালনায় ও সাবেক সভাপতি নাসির মওলানার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন পটলের স্ত্রী অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন। সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, সদস্য এ্যাড. রুহুল আমিন তালুকদার, ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমূখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটলের ছেলে ডা. ইয়াসির আরশাদ রাজন, মেয়ে ফারজানা শারমিন পুতুল, গোপালপুর পৌর মেয়র নজররুল ইসলাম মোলাম, আরিফুর রহমান, সিদ্দিক আলী মিষ্টু, আব্দুল্লাহ আল মামুন কচি, সাইফুল ইসলাম রানা, সাখওয়াত হোসেন, আবেদ আলী, আব্দুল বারীসহ আরো অনেকে। অনুষ্ঠানে বর্তমান আওয়ামীলীগ সরকার পরিচালিত বিভিন্ন নির্যাতনের ওপর বিএনপির প্রকাশিত একটি বই প্রদর্শন করা হয়।