রাজশাহীতে স্কুলে গোপন বৈঠকের সময় জামায়াতের ১৪ নেতাকর্মী আটক

রাজশাহীতে গোপন বৈঠক চলার সময় ১৪ জন জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে মহানগরীর সাহেব বাজার এলাকায় মসজিদ মিশন স্কুল থেকে গোপন বৈঠক চলাকালে তাদেরকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে প্রাথমিকভাবে আটক জামায়াত কর্মীদের নাম পরিচয় জানা যায়নি। এবং জামায়াতের এই বৈঠকের সাথে জড়িত না থাকায় তাদের মধ্যে কয়েকজনকে ছেড়ে দেয়া হয়। বিষটি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস। তিনি বলেন, জামায় নেতাদের গোপন মিটিং চলছে এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরের মসজিদ মিশন এক্যাডেমিতে দুপুর সাড়ে ৩টার দিকে আভিযান চালায় ডিবি পুলিশ। এসময় তারা সেখানে গোপন বৈঠক থেকে ১৪ জন জামায়াত নেতাকর্মীকে আটক করেন। তাদেরকে প্রথমিক জিঙ্গাসাবাদে জানা গেছে টিপু রাজাকারের রায়কে কেন্দ্র করে সহিংসকার পরকল্পনা করছিলেন তারা। তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে একাধিক মামলা করয়েছে। তারা এজাহারভুক্ত পলাতক আসামী। তাদের বিরুদ্ধে নাশকতার মামালা দায়ের কার হয়েছে বলে জানান,এই পুলিশ কর্মকর্ত।