রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ উদ্দিন নামের এক কয়েদীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে রামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মাদক মামলায় ৬ মাসের সাজা কাটছিলেন। জানা গেছে, মঙ্গলবার সকালে কয়েদি ফরিদের বুকে ব্যথা উঠলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে রাজশাহী জেলার মাসুদুর রহমান বলেন, কয়েদি ফরিদ মাদক মামলায় ৬ মাসের সাজা খাটছিলেন। হূদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।