কবি ওমর আলীর মৃত্যু বার্ষিকীতে পুরাতন টেকনিক্যাল টু চর কোমরপুর রাস্তাটি কবি ওমর আলীর নামে করার দাবী

১৯৮১ সালে কবিতায় বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত এবং ২০১৭ সালে বাংলা ভাষা ও সাহিত্যে একুশে পদক প্রাপ্ত ( মরণোত্তর) কবি ওমর আলী‘র ৪র্থ মৃত্যু বার্ষিকী এবং সৃজনশীল কাগজ ফোল্ডার কবিতার প্রকাশক কবি ইদ্রিস আলীর অসুস্থতার জন্য এক দোয়া মাহফিল ৩ নভেম্বার বাদ আসর দৈনিক সিনসার উদ্যোগে সিনসা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দোয়ার মাহফিলের আগে কবি ওমর আলীর কর্মময় জীবনের উপর এক আলোচনা সভা পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক সাংবাদিক এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে এবং দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় মরহুমের কর্মময় জীবনের উপর আলোচনা করেন মাহাতাব বিশ্বাস বে-সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, পাবনা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আব্দুল করিম, সামছুল হুদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কবি এনামূল হক চৌধুরী টগর, পল­ী উন্নয়ন ফেডারেশন পাবনার সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, দৈনিক সিনসা নির্বাহী সম্পাদক আলহাজ্ব আমিনুর রহমান খান, কৃষিবিদ জাফর সাদেক, সরকারি এডওয়ার্ড কলেজের সহযোগী অধ্যাপক এস এম ফরিদ, সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার প্রতিষ্ঠাতা ড. মনছুর আলম, মরহুমের দ্বিতীয় ছেলে পাবনা কলেজের সহকারী অধ্যাপক রফি মনোয়ার আলী, মরহুমের জামাতা সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, কবিতা সংসদ পাবনার প্রতিষ্ঠাতা কবি মানিক মজুমদার, ফোল্ডার কবিতা সম্পাদক কবি ইদ্রিস আলী, বার্তা সংস্থা আইএনএস প্রধান সম্পাদক হাসান আলী , শিশু কবি মানব মজুমদার প্রমুখ। বক্তাগন পাবনা পুরাতন টেকনিক্যাল ইন্সটিটিউ থেকে চর কোমরপুর অবস্থিত কবির বাড়ী পর্যন্ত রাস্তাটি কবি ওমর আলীর নামানুসারে নাম করণের জন্য জোর দাবী জানান। প্রস্তাবিত মাহাতাব বিশ্বাস বে-সরকারি বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের নাম কবির নাম অনুসারে নামকরণের জন্য কবি মানিক মজুমদার প্রস্তাব করলে কবিকে স্মরণিয় করে রাখতে উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস তাৎক্ষণিক সদয় সম্মতি জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন মরহুম কবির ছোট ছেলে সরকারি মহিলা কলেজের বুক সর্টার মফিজ সরোয়ার আলী, দ্বিতীয় কন্যা আফরোজা বেগম, পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বাংলা ইন্সট্রাক্টর আলী আকবর রাজু, যমুনা টিভির জেলা প্রতিনিধি ছিফাত রহমান সনম, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ঈশ্বরদী উপজেলা ভূমি অফিসের কেডিট চেকিং কাম সায়রাত সহকারী ফিরোজ হোসেন, বিটিবি ক্যামেরা পারসন মিজান তানজিল, মাইটিভি জেলা প্রতিনিধি মুজিবুল হক লাজুক, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি শফিক আল কামাল, সাংবাদিক জহুরুল ইসলাম, সাংবাদিক সাঈদ উল ইসলাম,সাংবাদিক আসির ফয়সাল, সাংবাদিক আব্দুস ছবুর, মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার সভাপতি হেলাল উদ্দিন, বার্তা সংস্থা ইউএনএস বার্তা সম্পাদক এস পারভেজ, সমাজ কর্মী সিরাজুল ইসলাম, সমাজ কর্মী উত্তরণ সাহিত্য আসরের সাধারণ সম্পাদক আব্দুল­াহ , সহ-সাহিত্য সম্পাদক জীবন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ, সহ-সম্পাদক রুদ্র বিশ্বাস, সহ শাখা সমন্বয়ক সম্পাদক ইউসুফ আলী, আনোয়ার হোসাইন, আকিয়া ফারজানা ও সুপ্তি নটর, হৃদয় ছোঁয়া সম্পাদক মাসুদ হাসান রনি প্রমুখ। কবি ওমর আলীর রূহের মাগফিরাত কামনা এবং কবি ইদ্রিস আলী আশু রোগ মুক্তি কামনা করে দোয়ার মাহফিল পরিচালনা করেন জেনারেল হাসপাতাল পাবনার পেশ ইমাম আলহাজ্ব মাওঃ ইউনস আলী খান।