আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়ন শ্রমিক দলের ৪১ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ও ঘোষনা দেয়া হয়েছে। গত শনিবার (২৫ জানুয়ারী) সন্ধ্যায় দলীয় অস্থায়ী কার্যালয়ে আদমদীঘি উপজেলা শ্রমিকদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু হাসান ও দপ্তর সম্পাদক ফরিদ হোসেনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটি অনুমোদন ও ঘোষনা দেন।
নতুন কমিটিতে রোস্তম আলীকে সভাপতি, সাজু আহমেদকে সাধারণ সম্পাদক ও রাসেল আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদে নসরতপুর ইউনিয়ন শ্রমিক দলের নতুন কমিটি অনুমোদন ও ঘোষনা দেয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আশাদুর রহমান, ময়নুল হক, মাহাতাব আলী ও মাছুম আলী। সহ সাধারণ সম্পাদক মাছুদ আলী, হাফিজার রহমান ও বাপ্পি রহমান। প্রচার সম্পাদক উজ্জল হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল বারিক ও কার্যকরি সদস্য আব্দুল মান্নানসহ ৪১ সদস্য বিশিষ্ট নসরতপুর ইউনিয়ন শ্রমিকদলের নতুন কমিটি অনুমোদন ও ঘোষনা দেয়া নিশ্চিত করেন আদমদীঘি উপজেলা শ্রমিকদলের সভাপতি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। কমিটি ঘোষনা শেষে বগুড়া-৩ আসনের বিএনপির সাবেক সাংসদ অসুস্থ্য আব্দুল মোমিন তালুকদার খোকার আশুরোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।