মৌলভীবাজার সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জাকের আহমদ (অপু)র নেতৃত্বে ছাত্র সংসদ নির্বাচনসহ ১২ দফা দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ ৩০ নভেম্বর মৌলভীবাজার সরকারি কলেজ আয়োজিত সন্ত্রাস মাদক জঙ্গিবাদ ও বিরোধী সমাবেশে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি‘র হাতে এ স্বারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা। দাবি সম‚হ এর মধ্যে ছাত্রসংসদ পুনরায় চালু, ১০ তলা বিশিষ্ট দুটি একাডেমিক ভবন নির্মাণ, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে তিনটি অত্যাধুনিক বাস প্রদান, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন, শিক্ষকদের জন্য ডরমিটরি নির্মাণ, শেখ রাসেলের নামে একটি আইসিটি ভবন স্থাপন, একটি ছাত্র হল একটি ছাত্রী হল নির্মাণ, দুই তলা বিশিষ্ট একটি অত্যাধুনিক লাইব্রেরী স্থাপন, একটি আধুনিক রুচিশীল ক্যান্টিন স্থাপন, ছাত্র-ছাত্রীদের জন্য দুটি যাত্রী ছাউনি, একটি স্বাস্থ্য কেন্দ্র স্থাপন, নতুন বিভাগ চালু করুন যেমন: সমাজবিজ্ঞান, সমাজকর্ম, মার্কেটিং, ফিন্যান্স, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, ভ‚গোল, ইসলাম শিক্ষা, গাহর্স্থ্য অর্থনীতি বিভাগ ইত্যাদি এবং পর্যাপ্তসংখ্যক শিক্ষকের পদ সৃষ্টি করণ। সরকারি কলেজ আয়োজিত অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার রাজনগর আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সরকারি কলেজের অধ্যক্ষ ড: মো: ফজলুল আলী। স্বারকলিপি প্রদান কালে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- ইংরেজি বিভাগের মাস্টার্সের আশরাফ মাহমুদ শাকিল, বিকাশ ভৌমিক, অর্থনীতি বিভাগের স্বপ্না বেগম, হিসাববিজ্ঞান বিভাগের কলি আক্তার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শাহিনা আক্তার নিপা, মামুন আহমদ, ইংরেজি অনার্স চতুর্থ বর্ষের যুবেদ আহমদ, পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের আব্দুল মুকিম শাওন, আবুল বাকের মুরাদ, ডিগ্রি তৃতীয় বর্ষের জাহিদুল ইসলাম, তারেক আহমেদ শিমুল, ডিগ্রি দ্বিতীয় বর্ষের আমেনা আক্তার, রিজন আহমেদ, ইমা বেগম, পপি আক্তার, ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষের মাহিমা রহমান প্রমুখ।