মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারে প্রাক্তন রোভার স্কাউটবৃন্দের আয়োজনে সুবিধা বঞ্চিত মানুষদের মধ্যে ১৩তম ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষদ সহায়তা প্রদান করা হয়েছে ১৩নং পানিউমদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আজ সকাল ৯-থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষদ সহায়তা প্রদান করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- রংধনুর সাতরং, কেন্দ্র বিন্দু মুক্ত স্কাউট মহাদল ও দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম সভাপতি ও প্রাক্তন রোভার মোঃ ইকবাল হোসেন পাবেল ও সোহেল রানা ও রুমন আহমেদ এর যৌত পরিচালনায় এবং মৌলভীবাজার জেলা রোভারের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহমেদ উজ্জল এর তত্ত্বাবধানে উক্ত ক্যাম্পে ১৫ জনের স্বেচ্ছাসেবক দল কাজ করেন। প্রাক্তন রোভারবৃন্দ, কেন্দ্রবিন্দু মুক্ত স্কাউট মহাদলের সদস্যবৃন্দ, রংধনুর সাতরং এর সদস্যবৃন্দসহ স্থানীয় এলাকার স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন। দিন ব্যাপী ক্যাম্পে প্রায় ৪৬৭ জন নারী-পুরুষ এবং ১৮০ জন শিশুকে প্রাথমিক স্বাস্থ্য সেবা ও ঔষধ সহায়তা দেওয়া হয়। এ সময় কাজী মহসীন, সোহাগ আহমেদ, কাজী কাওছার, মোহাম্মদ সাদেক ক্যাম্প পরিদর্শন করেন। চিকিৎসা সেবা প্রদান করেন- ডা: কাজী দেলোয়ার আহমেদ (ডি.এম.এফ) মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল। ডা: মিলয় দে সৌকত (ডি.এম.এফ) মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল। ডা: মুনমুন চৌধুরী (ডি.এম.এফ) মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল।