নাজিম হাসান,রাজশাহী থেকে :
রাজশাহীর বাগমারায় দ্ইুজন প্রভাবশালীর বাধার কারণে বৈদ্যুতিক তার টানতে না পারায় আটটি পরিবার ও একটি মসজিদে বিদ্যুৎ সংযোগ প্রদান করতে পারছেনা পল্লী বিদ্যুতের বাগমারা জোনাল অফিস। এতে দীর্ঘদিন থেকে বঞ্চিত রয়েছে ওইসব গ্রাহকরা। এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য গতকাল মঙ্গলবার ভুক্তভোগীদের পক্ষে আজাহার আলী পাইক নামের এক গ্রাহক নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগমারা জোনাল অফিসের ডিজিএম এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আউচপাড়া ইউনিয়নের বেলঘরিয়া পাইকপাড়ায় কিছু পরিবারে এখনো বৈদ্যুতিক সংযোগ প্রদান করা হয়নি। ওই গ্রামের আজাহার আলী পাইকসহ আট জন গ্রাহক বিগত ২০১৭ সালের প্রথম দিকে সংযোগ প্রদানের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে পল্লী বিদ্যুৎ সমিতি যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেন। ঠিকাদার তার, ট্রান্সফর্মারসহ যাবতীয় সামগ্রী নিয়ে লাইন নির্মাণ করতে গেলে একই গ্রামের প্রভাবশালী রহমতুল্যার ছেলে শহিদুল ইসলাম বিএস ও তার চাচাত ভাই মৃত আলিম মন্ডলের ছেলে আব্দুল আজিজ মহুরী তাদের জমির উপর দিয়ে তার টানা যাবেনা বলে গ্রাহক ও ঠিকাদারের লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করে তাড়িয়ে দেয়। তাদের জমির উপর দিয়ে লাইন টানতে জোরপূর্বক বাধা দেয়। এদিকে বাধাদানকারীদের বাড়িতেও অন্যের জমির উপর দিয়ে তার টেনে সংযোগ দেয়া থাকলেও তাদের জমির উপরে দিয়ে তার টানতে না দেয়ায় হতাশ হয়ে পড়েছেন গ্রাহকরা। এ ব্যাপারে শহিদুল ইসলাম বিএস এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বৈদ্যুতিক সংযোগ প্রদানে আমরা কেউ কোন বাধা প্রদান করিনি। তবে সেখানে খোলা তার লাগালে মসজিদ সংলগ্ন হয়ে যাওয়ায় দুর্ঘটনার সম্ভাবনা থাকায় সেখানে খোলা তার না দিয়ে ড্রপ তার লাগানোর কথা বলা হয়েছে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ বাগমারা জোনাল অফিসের ডিজিএম সুলতান উদ্দিন জানান, লাইন নির্মানে বাধা দেয়ার একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।