মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) প্রতিনিধি ঃ
মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে পাবনার চাটমোহর সরকারী আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে (ঐতিহাসিক বালুচর খেলার মাঠ) বীর মুক্তিযোদ্ধা রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত। ১৮ অক্টোবর শুক্রবার বিকাল তিনটায় এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এবারের আসরে নক-আউট ভিত্তিক টুর্ণামেন্টে ৮টি দল অংশগ্রহণ করেছিল।
ফাইনাল খেলায় অংশ নিবেন জয় স্পোটিং ক্লাব, সৈয়দপুর বনাম শুভ সকাল স্পোটিং ক্লাব, চুয়াডাঙ্গা।
বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় আসরের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি প্রদান করেছেন, মাননীয় সংসদ সদস্য ৭০, পাবনা-৩ ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
সভাপতিত্ব করবেন, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ হামিদ মাস্টার, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, সহকারী পুলিম সুপার সজীব শাহরিন, ইকতেখারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), শফিকুল আলম, নির্বাহী পরিচালক, প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভোলপমেন্ট (পিসিডি), থানার ওসি সেখ মোঃ নাসীর উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিকসহ বিশিষ্ট ব্যক্তিগণ।
স্বাগত বক্তব্য দেবেন, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান রানা মাস্টারের মেঝ ছেলে মাইক্রোক্রেডিট রেগুলেটর অথরিটির পরিচালক নুরে আলম মেহেদী সঞ্জু।
অনুষ্ঠান সঞ্চালনা করবেন, ক্রীড়া অনুরাগী সাবেক পৌর মেয়র প্রফেসর আঃ মান্নান।
চাটমোহর খেলোয়ার কল্যাণ সমিতির আয়োজনে টুর্ণামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছে বীর মুক্তিযোদ্ধা রানা মাস্টার স্মৃতি সংসদ ও ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও)।