হাতিবান্ধার শিশু সুরক্ষা কমিটির সভাপতি নিজেই বাল্যবিয়ের আয়োজক

বদিয়ার রহমান,লালমনিরহাট। লালমনিরহাট হাতিবান্ধা উপজেলা শিশু সুরক্ষা কমিটির সভাপতি গোলাম ফারুখ সোনার বিরুদ্ধে বাল্য বিয়ের আয়োজন করার অভিযোগ উঠেছে। সে উপজেলার উত্তর ধুবনী গ্রামের তাইজুল ইসলামের ছেলে ও রুপান্তর নামের একটি এনজিও’র হয়ে শিশু সুরক্ষা কমিটির মাধ্যমে হাতিবান্ধা উপজেলায় বাল্যবিয়ে রোধ করে আসছিলেন। এবার তারে বিরুদ্ধে তার নিজ বাড়ীতে বাল্যবিয়ের আয়োজন করেছেন অভিযোগ উঠেছে হাতিবান্ধা উপজেলায়। তবে এই বিষয়টি সুরক্ষা কমিটির সভাপতি গোলাম ফারুখ সোনা মিয়া স্বীকার করে বলেন, কিছু কিছু মানুষ তার বাড়ীতে এসে বাল্যবিয়ে করার অনুমতি চেয়ে হাতে পায়ে ধরেন। এজন্য এই সহযোগিতাটি করি। হাতিবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, আমি আমার ইউনিয়নে বাল্যবিয়ে মুক্ত করার জোড় চেষ্টা চালিয়ে যাই আর এসব মানুষ বাল্যবিয়ের আয়োজন করে চলছে। তিনি বিষয়টি পৃষ্ঠপোষকতায়ে থাকা এনজিও রুপান্তরকে জানিয়েছি। এনজিও রুপান্তরের এড়িয়া ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। হাতিবান্ধা উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন জানান, বিষয়টি শুনেছি, তদন্ত করে প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।