সাঁথিয়ায় অর্ধেক মন্ডপই ঝুকিপুর্ণ

সাঁথিয়া প্রতিনিধি
সনাতন ধর্মাম্বলীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা। তারা তোরন নির্মান, মন্ডপ তৈরী, নানা রঙে সাজাতে ব্যস্ত হয়েছেন প্রতিমার কাজে। সাঁথিয়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান এবারে ৩৭টি মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে। যার মধ্যে ১৪টি ঝুকিপূর্ণ বা অধিক গুরুত্বপূর্ণ রয়েছে। এসকল মন্ডপে পুলিশ, আনসার বাহিনীসহ বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস.এম জামাল আহম্মেদ বলেন, দুর্গাপুজা সুষ্ঠভাবে উৎযাপন করতে মন্ডবগুলোয় আইন শৃংখলার রক্ষায় সর্বস্তরে প্রশাসনিক ব্যবস্থা রাখা হয়েছে। যেন তারা উৎসব মুখর পরিবেশে দুর্গা বিজয়দশমী সমাপ্ত করতে পারে।