এমআইএসটি সাংস্কৃতিক প্রতিযোগিতা অঙ্কুরে ২য় মাভাবিপ্রবির টিম দূর্বার

মাভাবিপ্রবি প্রতিনিধি: মিলিটারি ইনিস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) কালচারাল ক্লাব কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ”অঙ্কুর-২০১৯” এ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের টিম দূর্বার ২য় স্থান অধিকার করেছে। ২১ সেপ্টেম্বর মিলিটারি ইনিস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজিতে সারাদেশের বিভিন্ন কলেজ-বিশ^বিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের মধ্য থেকে বাছাইকৃত ১৭ টি দলের মাঝে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ডেফোডিল বিশ^বিদ্যালয় এবং ৩য় আইএসটিটি।

টিম দূর্বারের পরিবেশনাটি ছিল ’ধর্ষণ’ কে কেন্দ্র করে। তারা নাচ, গান, অভিনয়, মুখাভিনয়, আবৃত্তি এবং স্লাইড সো এর মাধ্যমে একজন ধর্ষিতা নারীর জীবনকে তুলে ধরে। শুধুমাত্র দ্বিতীয় স্থান নয় বিচারকদের মুগ্ধ করে দাড়িয়ে অভ্যর্থনা পায়। টিম দূর্বারে অংশগ্রহণকারী সদস্যরা হলেন- ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের মেহনাজ রহমান মুনতাকিম, মেহনাজ জামান, অয়ী অনন্যা স্কু, রোখসানা রহমান রিমি, শাহনাজ সুলতানা রুবি, আয়মন তাজাল্লী, মোহনা আক্তার প্রিয়া, মেলি চাকমা, আসমা আক্তার, সাবিকুন রোশনী ও অভি সমাদ্দার, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অনিক মজুমদার, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শাফিন আহমেদ সুখন, অর্থনীতি বিভাগের ইফতেখারুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ ওমর ফারুক এবং সার্বিক সহযোগিতায় ছিল ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের মোহাম্মদ দিদার হোসেইন ও নাহিদ হাসান।