নাটোরে ৮টি অবৈধ পাওয়ার ক্রাশার জব্দ

নাটোর প্রতিনিধি
নাটোরের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৮টি অবৈধ পাওয়ার ক্রাশার জব্দ ও প্রায় সাড়ে পাঁচশ’ কেজি তৈরী করা ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এএফএম জিয়াউল হক জানান, নলডাঙ্গার রামশা কাজীপুরসহ বিভিন্ন গ্রামে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও নাটোর সুগার মিল কতৃপক্ষ যৌথভাবে বুধবার ১৫টি স্পটে অভিযান চালিয়ে ৮টি অবৈধ পাওয়ার ক্রাশার সহ বিপুল পরিমান যন্ত্রাংশ জব্দ এবং ৫৪০ কেজি ভেজাল গুড় ও খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়। এসময় একটি মাড়াইকলের মালিক নিজাম উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫দিনের জেল দেয়া হয়। এছাড়াও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে রামশা কাজিপুর গ্রামের শাহিদা বেগমকে পাঁচ হাজার টাকা জরিমানা ও কান্দু শাহ্কে পাঁচশ টাকা জরিমানা করা হয়। অভিযোগে নাটোর নলডাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি, নাটোর সুগার মিলের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মেহেরাব হুসেইন, ডিজিএম (সম্প্রসারণ) তারেক ফরহাদ, ডিজিএম (এসআই) ফারুক আহমেদ ও বাসুদেবপুর সাবজোনের প্রধান কর্মকর্তা আব্দুল কুদ্দুস সুমন সহ অন্যানরা উপস্থিত ছিলেন।