মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ জেলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা সক্রান্ত মতবিনিময় সভা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে গত ১৮ সেপ্টেম্বর দুপুরে।পুলিশ সুপার মো. ফারুক আহমেদ পিপিএম (বার) এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট পিষুষ কান্তি সেন ও সাধারণ সম্পাদক পংকজ রায় মুন্না। উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ (অপরাধ) মো.আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো.সারোয়ার আলম, অতিরিক্ত সুপার (সদর সার্কেল) মো.রাশেদুল ইসলাম, সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কাওসার দস্তগীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো.আশরাফুজ্জামানসহ জেলার পূজা কমিটির নেতৃবৃন্দ। জেলার সকল থানার অফিসার ইনচার্জ তাদের সার্বিক নিরাপত্তা সক্রান্ত কার্যক্রম নিয়ে বক্তব্যে তুলে ধরেন। সভায় আসন্ন দূর্গাপূজায় মৌলভীবাজার জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক ও স্থিতিশীল থাকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মো.ফারুক আহমেদ পিপিএম (বার) বলেন- জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য ইতোমধ্যে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ পূজামন্ডপ গুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য নেতৃবৃন্দকে আহবান জানান।