জাতীয় পর্যায়ে দলীয় অভিনয়ে শিশু নানকের স্বর্ণপদক লাভ

নাটোর প্রতিনিধি
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৪২তম শিশুদের মৌসুমী প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দলীয় অভিনয় বিষয়ে তৃতীয় স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করেছে নাটোরের গুরুদাসপুরের সায়র আজাদ নানক (৯)। সারাদেশে ৩৬ লাখ সাত হাজার ৬০২ জন শিশু শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ শিশু একাডেমীতে ওই প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার, পদক ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান বিচারক ছিলেন অভিনেতা আবুল হায়াত, মাসুম আজিজ ও কেয়া চৌধুরী।
নানক সরদার উপজেলার সোনাবাজু গ্রামে অবস্থিত সরদার কাজিমুদ্দিন টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ এসএম আবুল কালাম আজাদ ও প্রভাষক নুরুন্নাহার ইথারের একমাত্র পুত্র। চতুর্থ শ্রেণিতে পড়ালেখা করা নানক নানা প্রতিভার কারণে জেলা ও বিভাগ পর্যায়ে ৪৫টি সনদ অর্জন করেছে।