চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ টেস্টে টাইগারদের হয়ে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান।
শুক্রবার (৩০ আগস্ট) বিকালে টাইগারদের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়।
দলে সুযোগ পেয়েছেন ইনজুরির কারণে বিশ্বকাপ দলে না থাকা পেসার তাসকিন আহমেদ। এছাড়া জায়গা হয়েছে এবাদত হোসেন এবং মোসাদ্দেক হোসেন সৈকতের। কিন্তু টাইগারদের স্কোয়াডে নেই মোস্তাফিজুর রহমান। এছাড়া বিশ্রাম দেয়া হয়েছে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল খানকে।
আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের একমাত্র টেস্টটি খেলবে আফগানরা। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে ১ ও ২ সেপ্টেম্বর আফগানদের দুইদিনের অনুশীলন ম্যাচ রয়েছে।
বাংলাদেশ ক্রিকেট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন।