দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা
নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে শ্রী শ্রী দশভ’জা বাড়ী মন্দির পরিচালনা কমিটির সহযোগিতায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল ভগবান শ্রী কৃষ্ণের পূজা অর্চনা, গীতা পাঠ শেষে উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত সনাতন ধর্মালম্বী নারী পুরুষদের অংশগ্রহনে শ্রী শ্রী দশভূজা মন্দির প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মন্দির প্রাঙ্গনে উপজেলা পূঁজা উদ্যাপন কমিটির আহবায়ক এডভোকেট মানেশ চন্দ্র সাহার সভাপতিত্বে শ্রী কৃষ্ণের জীবনীর উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ¦ আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, দশভ’জা মন্দির পরিচালনা কমিটির সহসভাপতি ধীরেশ পত্রনবীশ, সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র শুভেন্দু সরকার পিন্টু, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাংবাদিক ধ্রুব সরকার, ধনেশ পত্রনবীশ,বিজন রায়,সুমন রায়,আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার, বাজার বনিক সমিতির সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী বাপ্পী সাহা,ব্যবসায়ী সুবল দে প্রমুখ। আলোচনা শেষে লীলা কীর্তন ও প্রসাদ বিতরন করা হয়।