সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে শ্রী কৃষ্ণ জন্ম গ্রহণ করেছিলেন। পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মহাবতার শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিলো। সারা দেশের ন্যায় পাবনার সুজানগরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পূজা উদযাপন পরিষদ উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ্য শোভযাত্রা পৌর শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে হরিবাসর মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে সাবেক উপ-পরিচালক ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা অজিদ কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও পৌর পূজা উদযাপন পরষিদের সভাপতি জয়ন্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, উপজেলা পূজা উদযাপন পরষিদের সভাপতি শ্রী সুবোধ কুমার সরকার নটো, সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন সাহা। এ সময় উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শাজাহান আলী, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা পূজা উদযাপন পরষিদের সাংগঠনিক সম্পাদক বিজন কুমার পাল, বিদ্যুৎ কুমার রায়, স্বপন কুমার পাল, সুবাষ সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, সদস্য রাজু রায়, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন সহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।