তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কোচিং বাণিজ্য

কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সরকারী নীতিমালা অমান্য করে বিশেষ ক্লাসের নামে দীর্ঘদিন যাবৎ চলছে কোচিং বাণিজ্য। অভিযোগ উঠেছে- গণিতের শিক্ষক মো: কামাল উদ্দিন এবং ইংরেজি শিক্ষক মো: আবুল কালাম আলাদা দুটি কক্ষে বিশেষ ক্লাসের নামে এ কোচিং বাণিজ্য করছেন। ঘঠনার সত্যতা জানতে কোচিং চলাকালীন সময়ে ঐ বিদ্যালয়ে গিয়ে ছবি তুলতে চাইলে কোচিং শিক্ষকরা উপস্থিত স্থানীয় সাংবাদিকদের বাধা প্রদান করে শিক্ষার্থী ও বহিরাগতরা মিলে স্কুলের প্রধান ফটক তালাবন্ধ করে সাংবাদিকদের ধাওয়া করেন। পরে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির সাহায্যে সাংবাদিকরা স্কুল থেকে বেরিয়ে আসেন। কোচিং এ আসা একাধিক শিক্ষার্থীরা জানান- তেতইগাঁও রশিদউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: কামাল উদ্দিন ও আবুল কালাম প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিমাসে ৫শত টাকা করে জন প্রতি কোচিং ফি আদায় করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ইংরেজি ও গণিত বিষয়ে কোচিংয়ে না করলে পরীক্ষায় ছাড় দেওয়া হবে না বলে শিক্ষকরা ভয়ভীতি দেখান তাই অনেকেই বাধ্য হয়ে ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষকদের কাছে প্রতি মাসে ১০০০ টাকা করে প্রদান করতে হয়। সপ্তাহের প্রতি ১ দিন পরপর তারা এভাবে ক্লাস করেন।