৫৫ বছর পর পাকিস্তানে খেলতে যাচ্ছে ভারত!

পাকিস্তানে খেলতে যাচ্ছে ভারতীয় দল। না ক্রিকেট নয়। ডেভিস কাপ টাই খেলতে আগামী সেপ্টেম্বরে ইসলামাবাদ যাবে ভারতীয় টেনিস দল।

শনিবার (২৭ জুলাই) এমনটি জানালেন অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন-এর সচিব হিরন্ময় চট্টোপাধ্যায়।

ইসলামাবাদ স্পোর্টস কমপ্লেক্সে এশিয়া ও ওসিয়েনিয়া গ্রুপ-ওয়ানে ভারত-পাকিস্তান টাই অনু্ষ্ঠিত হওয়ার কথা। কিন্তু দুই দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মাঝে ডেভিস কাপে ভারতীয় টেনিস দলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। কিন্তু এবার এআইটিএ’র তরফে জানিয়ে দেওয়া হল, ভারতীয় টেনিস দল পাকিস্তানে খেলতে যাবে।

হীরন্ময় চট্টোপাধ্যায় সংবাদসংস্থাকে বলেছেন, ডেভিস কাপ খেলতে আমাদের দল পাকিস্তানে যাবে। এটা কোনও দ্বি-পাক্ষিক সিরিজ নয়। এটা আসলে টেনিসের বিশ্বকাপ। ডেভিস কাপ বিশ্বমানের একটা ইভেন্ট। সুতরাং এই ব্যাপারে আমাদের পক্ষে সমঝোতা করা সম্ভব নয়। তাছাড়া আমাদেরকে ওলিম্পিক চার্টারের নিয়ম মেনে চলতে হবে।

প্রসঙ্গত, ৫৫ বছর আগে শেষবার পাকিস্তানের মাটিতে টেনিস খেলেছিল ভারতীয় দল। এর পর ২০০৬ সালে ভারত-পাকিস্তান শেষবার ডেভিস কাপ টাইয়ে মুখোমুখি হয়েছিল। মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে পাকিস্তানকে সেবার ৩-২ ব্যবধানে হারিয়েছিল ভারত। ডেভিস কাপে ছয় বারের সাক্ষাতে প্রতিবারই পাকিস্তানকে হারিয়েছে ভারতীয় টেনিস দল। পাকিস্তানকে হারালে ওয়ার্ল্ড গ্রুপে খেলার ছাড়পত্র পাবে ভারত।