গুরুদাসপুর প্রতিনিধি.
‘সুনীল অর্থনীতির অগ্রগতি-মৎস্য সেক্টরের সমৃদ্ধি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।
বৃহস্পতিবার বেলা ১০টায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীশেষে পরিষদ মিলনায়তনে ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুল কুদ্দুস এমপি। আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ ও মহিলা ভাইস রোকসানা আকতার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমগির কবীর, ওসি মো. মোজাহারুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান প্রমূখ। সবশেষে সভায় উপস্থিত মৎস্যজীবি ও মৎস্য চাষীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এর আগে বুধবার বেলা ১১টায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমগির কবীর বলেন, গুরুদাসপুরে ১ হাজার ৬৯৫ হেক্টর জমিতে ৬ হাজার ৩৬২টি পুকুরে মাছ চাষ হচ্ছে। এতে ২ হাজার ৩৮৮ জন মৎস্যজীবি ও ২ হাজার ৯২২ জন মৎস্য চাষী অক্লান্ত পরিশ্রম করে। গত অর্থবছরে গুরুদাসপুরে ৯ হাজার ১০৩ মেট্রিকটন মাছ উৎপাদনের রেকর্ড সৃষ্টি হয়েছে।