গুরুদাসপুরে ৪ ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা

গুরুদাসপুর প্রতিনিধি.
ভেজাল খাবার তৈরী ও সংরক্ষণের অপরাধে নাটোরের গুরুদাসপুরে চারজন ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাহিদ হাসান খান এবং র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মো. রাজিবুল আহসানের ভ্রাম্যমান আদালত ওই জরিমানা করেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌর সদরের চাঁচকৈড় বাজারে ভেজাল বিরোধী অভিযানে ১২০ কেজি শিমাই ও ৮০ কেজি বিস্কুট জব্দ করা হয়। সেই সাথে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবসায়ী সজিবকে ১০ হাজার টাকা, আমিনুল ইসলামকে ২ লাখ ৫০ হাজার টাকা, মহিদুল ইসলামকে ৪০ হাজার টাকা এবং ফাহিমকে ৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। জব্দকৃত আলামতসমূহ ধ্বংস করা হয়েছে।