দীর্ঘ ৩৯ বছর পর দখলমুক্ত হল বাংলাদেশ মহিলা সমিতির পাবনা জেলা শাখার কার্যালয়

দীর্ঘ ৩৯ বছর পর দখলমুক্ত হল বাংলাদেশ মহিলা সমিতির পাবনা জেলা শাখার কার্যালয়। সকালে শহরের গোপালপুর লাহিড়ী পাড়ায় পাবনার জেলা প্রশাসক কবির মাহমুদের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোখসানা মিতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মন্ডল এ অফিসটি পুনরুদ্ধার করে মহিলা সমিতির সাধারন স¤পাদক এ্যাডভোকেট সালমা আক্তার শিলুর কাছে হস্তান্তর করেন। দীর্ঘদিন ধরে স্থানীয় এক প্রভাবশালী জোড়পুর্বক এ ভবনটি অবৈধভাবে ভোগদখল করছিল। আজ তালা ভেঙ্গে ভবনটি উদ্ধার করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা সমিতির পাবনা জেলা শাখার কার্যনির্বাহী সদস্য শামীশ আরা শাখা, আইরিন কিবরিয়া কেকা, এ্যাডভোকেট ফুলমতি, মো: ফারুক হোসেন, সোহরাব হোসেন সহ বাংলাদেশ মহিলা সমিতির পাবনা জেলা শাখার সদস্যবৃন্দ ।