চলনবিল হ্যাচারী ও ফিশারিজের আওতাধীন পুকুরের মাছ লুটের অভিযোগ

চাটমোহর (পাবনা) সংবাদদাতা
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের মারিয়াস্থল গ্রামে সন্ত্রাসী কায়দায় চলনবিল হ্যাচারী এন্ড ফিশারিজ লিঃ নামক সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পের আওতাধীন একটি পুকুরের মাছ লুট করা হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এই প্রকল্পের চেয়ারম্যান রবিউল করিম মাস্টার।

রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ওই গ্রামের নুরুল সরকারের ছেলে শিমুল হোসেন,মইনুদ্দিনের ছেলে আলমগীর হোসেন, বরিয়াজ সরকারের ছেলে আছমত আলী গং একই গ্রামে অবস্থিত চলনবিল হ্যাচারী এন্ড ফিশারিজের পুকুরের মাছ লুট করেছে। প্রকল্পের চেয়ারম্যান রবিউল করিম মাস্টার অভিযোগ করেন, পূর্ব বিরোধের জের ধরে তারা পুকুরের ১০/১২ মণ রুই মাছ লুট করেছে।
এলাকাবাসী জানান, রবিউল করিম মাস্টারের সাথে জমিজমা নিয়ে শিমুল-আলমগীর গং এর দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরেই প্রকাশ্য দিবালোকে পুকুরের মাছ মেরে নিয়ে গেছে। ইতোপূর্বেও শিমুল-আলমগীর গং জমি জবর দখল করার অপচেষ্টাসহ জমির ধান কেটে নেয়। এনিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে ও থানায় বসে বিষয়টির সুরাহা করার চেষ্টা করা হয়। শিমুল-আলমগীর হোসেন গং জমি ও পুকুর নিজেদের দাবি করছেন।
এলাকাবাসী জানান, এই জমি নিয়ে মামলা-মোকদ্দমা ছাড়াও হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটছে। যে কোন সময় সংঘাত-সংঘর্ষের সৃষ্টি হতে পারে। ঘটতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি।

এ ব্যাপারে অভিযুক্ত শিমুল হোসেনের সাথে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার মতামত জানা সম্ভব হয়নি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।