নাটোর শহরের প্রধান বাজারকে পলিথিনমুক্ত ঘোষণা

নাটোর প্রতিনিধি
নাটোর শহরের বৃহত্তম ব্যবসায় বাজার ‘নীচাবাজার’কে পলিথিনমুক্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল দশটায় শোভাযাত্রা আয়োজন এবং ক্রেতা ও বিক্রেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচী শুরু করা হয়। নীচাবাজার ব্যবসায়ী ইউনিটের শোভাযাত্রায় ব্যবসায়ীবৃন্দ ছাড়াও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পরিবেশের সুরক্ষা প্রদানে ব্যবসায়ীদের এই উদ্যোগ প্রশংসার দাবীদের। এই উদ্যোগ সারাদেশে অনুকরণীয়। আশাকরি সকল পর্যায়ে এর সুফল পাওয়া যাবে। নীচাবাজার ব্যবসায়ী ইউনিটের উপদেষ্টা মিঠু কুমার দাস জানান, বাজারের কয়েক হাজার ব্যবসায়ী পলিথিনের বিরুদ্ধে সেচ্চার হয়েছেন। আমরা কখনোই পলিথিন ব্যবহার করবো না। এই কর্মসূচীর আওয়ার দীর্ঘদিনের অভ্যাস পরিহারে ক্রেতাদের হাতে পলিথিন শপিং ব্যাগ বহন করতে দেখা গেলে আমরা বিকল্প ব্যাগ প্রদান করে, ক্রেতাদের উদ্বুদ্ধ করছি। পরিবেশ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম বলেন, ব্যবসায়ীবৃন্দ নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অবস্থান নিয়ে পরিবেশকে সুরক্ষা প্রদান নিজেরো তৎপর হয়েছে, অন্যদের উদ্বুদ্ধ করছেন-যা প্রশংসার দাবীদার। এরফলে পরিবেশ সংরক্ষণ আইনের বাস্তবায়ন সহজ হয়ে যাবে। রাজসিক নাটোর মুক্ত রোভার গ্রুপের সদস্যবৃন্দ নিরবচ্ছিন্ন দুই দিনের এই কর্মসূচীতে সহযোগিতা প্রদান করছে।