মোমিন তালুকদার, ত্রিশাল
ময়মনসিংহের ত্রিশালে ২০২২ সাল থেকে গরিবদের জন্য মেহমানখানা চলমান রেখেছে ঐতিহ্যবাহী ‘পিবি ফাউন্ডেশন’। গরীব, দুস্থ অসহায় মানুষদের প্রতি বৃহস্পতিবার বিনামূল্যে খাবার দিয়ে আসছে। এই ফাউন্ডেশনটি বেসরকারি, অলাভজনক, অরাজনৈতিক সেচ্চাসেবী ও দাতব্য সংগঠন। প্রতি সপ্তাহের ন্যায় বৃহস্পতিবার (৩১অক্টোবর) দুপুরে মাদানি সিএনজি পাম্প সংলগ্ন পিবি ফাউন্ডেশনের কার্যালয়ে দোয়া মাহফিল ও পৌর শহর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথশিশু, ভিক্ষুক, রিক্সাচালক ও অসহায় প্রায় তিনশত মানুষদেরকে পেটভরে খাবার খাওয়ানো হয়।
খাবার কার্যক্রমে উপস্থিত ছিলেন, পিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহেল রানা, শাহ্ সুলতান রঞ্জু, আসাদুজ্জামান শাহীন, দৈনিক প্রলয় এর রিপোর্টার মোমিন তালুকদার, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার রিপোর্টার শরিফুল ইসলাম, দৈনিক একুশের বাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন, জাগ্রত টিভির নিউজ এডিটর শাহীনুর ইসলাম, সোহাগ আকন্দ প্রমূখ।
পিবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোহেল রানা বলেন, আমার পিবি ফাইন্ডেশনের যাত্রা শুরু হয় ২০২২ সাল থেকে। পৌরশহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথশিশু, ভিক্ষুক, রিকশা চালক ও অসহায়দের জন্য সকলের সার্বিক সহযোগিতায় খাবারের আয়োজন করা হয়। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বেলা বারোটা থেকে তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে খাবার খাওয়ানো হয়। এ ক্ষুদ্র সেবা কার্যক্রম অব্যাহত রেখেছি। যতদিন বেঁচে আছি এ সেবা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।