বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে হাসপাতালে ঢুকে নারী চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এঘটনার প্রতিবাদে চিকিৎসক ও কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হাসপাতাল থেকে শুরু করে পৌর শহর প্রদক্ষিণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে হাসপাতাল চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন হাসপাতালের মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) সাইফুল ইসলাম।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমরা মানুষের সেবা দিতে এসেছি। আমরা কারও প্রতিপক্ষ নয় কিন্তু কিছু দুর্বৃত্ত আমাদের ভদ্রতার সুযোগ নিয়ে আমাদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। তাই অবিলম্বে ডা. আছমা লাবনীর ওপর হামলাকারী সাবেক পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম সহ অন্যান্যদের গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি আহবান জানান। একই সঙ্গে কর্মস্থলে সকল চিকিৎসক ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, সোমবার (২৮ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত রিকশা চালক পৌর এলাকার চরকাউরিয়া সীমারপাড় গ্রামের বাসু মিয়ার ছেলে রজব আলীর চিকিৎসকের অবহেলায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজন হাসপাতালে আরএমও ডা.আসমা লাবনীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং তাকে মারধর করেন। এঘটনায় ফুঁসে উঠেছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
নারী চিকিৎসককে মারধরের ঘটনায় মঙ্গলবার রাতে ৮জনকে নামীয় ও অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামী করে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক।