আফগানিস্তান সিরিজে সাকিবের খেলা নিয়ে যা জানালেন বিসিবি সভাপতি

দুই ফরম্যাট থেকে অবসর নিয়ে ফেলেছেন সাকিব আল হাসান। এখন শুধু ওয়ানডেতেই জাতীয় দলে তার দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের পরবর্তী ওয়ানডে সিরিজ শুরু আগামী ৬ নভেম্বর, আফগানিস্তানের বিপক্ষে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এই সিরিজে সাকিবের খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।

সাকিব নিজেও এই সিরিজে খেলা নিয়ে নিজেই অনিশ্চিত বলে একটি ভারতীয় ক্রিকেটবিষয়ক প্ল্যাটফর্মকে সাক্ষাৎকার দিয়েছিলেন। তবে সে অনিশ্চয়তা দূর করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি।

বুধবার (৩০ অক্টোবর) বোর্ড সভায় আলোচনার আগে এ বিষয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সাকিবের আফগানিস্তান সিরিজের ব্যাপারে তিনি বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব সিলেকশনের জন্য অ্যাভেইলেবল। যেহেতু এখনো দল দেয়নি তার মানে অ্যাভেইলেবল আছে সে।’

এর আগে আফগানিস্তান সিরিজে খেলা প্রসঙ্গে ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, ‘আমি কীভাবে বলব, এটা (আফগানিস্তান সিরিজে খেলার বিষয়ে) তো বিসিবির বলা উচিত।’

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে সাকিব আল হাসান আলোচনার কেন্দ্রে। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব এখন নিরাপত্তাজনিত কারণে একপ্রকার ‘নির্বাসিত’।

দেশের মাটিতে চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব। তবে নিরাপত্তা শঙ্কায় শেষ পর্যন্ত দেশে ফেরেননি তিনি।