লালপুরে ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে লালপুরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়েতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
তিনি বলেন শেখ হাসিনা সাড়ে ১৫বছর ধরে দেশের মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছে। ২০০৬ সালের ১৮ সেপ্টেম্বর পল্টনের সমাবেশে সারা দেশ থেকে সন্ত্রাসীদের লগি-বৈঠা নিয়ে
ঢাকায় আসার জন্য নির্দেশ দেয় এবং ২৮ অক্টোবর সেই সন্ত্রাসীদের দিয়ে নারকীয় হত্যাযজ্ঞ চালায়। এই হত্যাযজ্ঞের মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতি গতিপথ হারায়। এই হত্যাকা-ের মধ্য দিয়েই ২০০৮ সালের ২৯ ডিসেম্বরে একটি পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসায়। তিনি আরো বলেন অন্তর্র্বতীকালীন সরকারের কাছে ২৮ অক্টোবরের মামলাকে পুনরুজ্জীবিত করে শেখ হাসিনাসহ জড়িত সকলকে বিচারের আওতায় নিয়ে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
তিনি অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে বলেন নির্বাচন করার জন্য যতটুকু সংস্কার করা দরকার ততটুকু সংস্কার করে অতিদ্রুত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা করুন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নাটোর জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক দেলোয়ার হোসেন, অধ্যাপক দিল নুর ইসলাম, সেক্রেটারি অধ্যাপক সাজেদুর রহমান, সহকারি সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, আব্দুল হাকিম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের সুরা ও কর্ম পরিষদ সদস্য সদস্য অধ্যাপক আবদুল ওয়াহাব, বাগাতিপাড়া উপজেলা জামায়েতের আমির একে এম আফজাল, লালপুর উপজেলা জামায়াতের সাবেক সেক্রটারি সাজ্জাদুর রহমান উজ্জ্বল, সেক্রটারি সাইফুল ইসলাম, সহ সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদ রানা, জামায়াতের জেলা ছাত্র শিবিরের সভাপতি আফতাব আলী, সেক্রেটারি জাহিদ হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লালপুর উপজেলার ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল বাকী প্রমুখ।